শেখ হাসিনার অধিনেই আগামী নির্বাচন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় ক্ষমতাসীন সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে।

বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারী মুজিব কলেজের নবীণ বরণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কলেজ অধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মাহে আলম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা প্রমুখ বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সময়ে সরকার নির্বাচন পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করবে। বাকি সব কাজ নির্বাচন কমিশনের অধীনেই হবে। নির্বাচন পূর্ব বা চলাকালীন সময় সহায়ক সরকারের কোনো সুযোগ সংবিধানে নেই। সংবিধান ও নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। নিজ গতিতেই চলবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমি শিক্ষার্থী চাই, পরীক্ষার্থী চাই না। সনদ ভিত্তিক শিক্ষা কাম্য নয়। জীবিকার জন্য নয়, জীবনের জন্য শিক্ষা চাই। তরুণদের হাতে আজকের ডিজিটাল বাংলাদেশ, যার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসস।