ফেসবুকে শাহজাদা

জিয়া হক

কোথায় কখন কীসব করেন, কার পেছনে লাগেন
ফেসবুকে সব লিখতে হবে! কখন কোথায় ভাগেন—
কোথায় গিয়ে ডেটিং করেন কোথায় গিয়ে লাঞ্চ
কালকে আমার প্রেমের ক্লাস জানাচ্ছে অ্যাডভাঞ্চ।

নো প্রো নো ব্রো লিখে চালিয়ে যান আর—
‘তুমি আমার’ আইডি থেকে অ্যাড আসে বারবার
‘তোমাকে চাই’ ‘পরান পাখি’ আরো কত নাম
‘তোমায় ছাড়া বাঁচব না’ তো ‘হারানো অ্যালবাম’।

‘ঝরা পাতা’ ‘চোখের মনি’ ‘পাগলি মেয়ে আমি’
ছদ্ম নামে মেয়ের খোলস, করছে কী বাঁদরামি
অল্প দিনে হাজার ফ্রেন্ড হাজার ফলোয়ার
রাতদুপুরে চ্যাটিং করে ভেঙেছে সংসার!—

ফেসবুকে পাই ‘বিহাইন্ড দ্য সিন-নেপথ্য সংবাদ’
আজগুবি সব তথ্যে সাজে প্রতারণার ফাঁদ
ভালো থেকে মন্দ এবং কালো থেকে সাদা
বখে যাওয়া পাড়ার ছেলে ফেসবুকে শাহজাদা!

(রোববার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪ ফাল্গুন ১৪২৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৩৮)