“বসন্তের আগমন”

শীতের অবসানে বসন্তের ছোঁয়ায়
যৌবন পেয়েছে শিমুল ফুলে
প্রকৃতির মাঝে নতুন রূপ
বসন্ত এলো বলে।

দীঘির পাড়ে পলাশ ফুটেছে
লাল টুক-টুক রঙে
কোকিলের কন্ঠে প্রাণের ছোঁয়া
কুহু-কুহু কলতানে।

বসন্তের ছোঁয়া লেগেছে তাই
সকল বৃক্ষ মাঝে
নতুন রূপে সেজেছে তারা
টিয়ে রঙের সাজে।

প্রজাপতি আর ফড়িং নাচে
বসন্ত ছোঁয়ায়
ফুলের কুলে দোলনা দোলে
বসন্ত হাওয়ায়।

প্রিয়ার কেশে ভ্রমর এসে
ছোঁয়ে ছোঁয়ে যায়
প্রিয় বসে বাজায় বাঁশি
বটমুলের ছায়ায়।

বসন্তের ছোঁয়া লেগেছে আজ
প্রেয়সীর নরম গায়
বাসন্তী রঙের শাড়ি পরনে তার
আলতা রাঙানো পায়।

চলো সবাই মেতে উঠি আজ
বসন্তের গান গাই।

“বসন্তের আগমন”কবি তৌকির আহাম্মেদ