সামরিক চুক্তি জনগণকে জানাতে হবে : ফখরুল

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সামরিক চুক্তি জনগণের কাছে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম ‘কারাবরণ দিবস’ উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘পত্র-পত্রিকায় দেখছি, বাংলাদেশের সাথে ভারতে নিরাপত্তা ও সামরিক চুক্তি হচ্ছে। দেশের সাথে দেশের চুক্তি হতেই পারে। কিন্তু সেটা জনগণ জানবে না, সেটা হতে পারে না। এটা প্রজাতন্ত্র। দেশের সবার জানার অধিকার রয়েছে যে সরকার কী করছে? কী চুক্তি হচ্ছে তা প্রকাশ করা ম্যান্ডেটরি।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করা হয়নি। শুধু তাই নয়, আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবার বোধহয় ভারতের সাথে পানি সমস্যার কিছুটা সুরাহা হবে। কিন্তু এখন পর্যন্ত একফোঁটা পানিও তিস্তা নদীতে পাইনি।’

দেশের অর্থনৈতিক অগ্রগতির যে গতি দেখানো হচ্ছে তা সঠিক নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ভুল পরিসংখ্যান দিয়ে জনগণের সাথে প্রতারণা করে দেশ এগিয়ে যাচ্ছে। এই চিত্র ভুল প্রমাণ করতে ক্ষমতাসীনদেরকে সম্মুখ বিতর্কে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

সরকারের জঙ্গি নির্মূলের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘যাদেরকে জঙ্গি হিসেবে ধরা হচ্ছে তার সুনির্দিষ্ট তদন্ত হচ্ছে না। কয়েকদিন ধরে আবার নতুন করে নাটক শুরু হয়েছে। প্রথম নাটক হচ্ছে জঙ্গি অভিযানের সময় যে ছবি তোলা হচ্ছে। তা কীভাবে সম্ভব হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এসব জঙ্গির ঘটনা আমরা অস্বীকার করছি না, বাতিলও করে দিচ্ছি না। সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। সরকারকে এ বিষয়ে গ্রহণযোগ্য যুক্তি উপস্থাপন করতে হবে। জঙ্গিবাদকে সমুলে নির্মূল করতে হবে।’

সংগঠনের সহসভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।