এফবিসিসিআই নির্বাচন দুই মাসের জন্য স্থগিত

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন আগামী দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

নির্বাচন বিষয়ে ময়মনসিংহের এক ব্যবসায়ীর করা রিট আবেদনের শুনানি শেষে আদালত দুই মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদুরুদ্দোজা বাদল।

আগামী ১৪ মে এফবিসিসিআই’র ২০১৭-১৯ মেয়াদকালের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সে অনুযায়ী ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ১৮ মার্চ ও জমা দেয়ার শেষ তারিখ ১০ এপ্রিল নির্ধারণ করা হয়।

২৩ মার্চ নির্বাচনের জন্য প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করারও কথা ছিল সংস্থাটির নির্বাচন পরিচালনা বোর্ডের।