শিল্পী সমিতির নির্বাচন: প্রার্থী হচ্ছেন অঞ্জনা-রোজিনা

মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শিল্পী সমিতির সদস্যরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে সব ছাপিয়ে নির্বাচনটি আরো প্রাণবন্ত ও প্রতিযোগীপূর্ণ হতে যাচ্ছে ঢাকাই সিনেমার সোনালী সময়ের নায়িকা অঞ্জনা ও রোজিনার অংশগ্রহণের ঘোষণায়।

আহমেদ তেপান্তর: চলতি বছরের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। চলছে নির্বাচনের প্রস্তুতি। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সভাপতি পদে খল অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শিল্পী সমিতির সদস্যরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে সব ছাপিয়ে নির্বাচনটি আরো প্রাণবন্ত ও প্রতিযোগীপূর্ণ হতে যাচ্ছে ঢাকাই সিনেমার সোনালী সময়ের নায়িকা অঞ্জনা ও রোজিনার অংশগ্রহণের ঘোষণায়।

শিল্পী সমিতির নির্বাচন: প্রার্থী হচ্ছেন অঞ্জনা-রোজিনাজানা গেছে, বৃহস্পতিবার উত্তরায় নিজ ফ্ল্যাটে বিশাল ভোজের আয়োজন করেন রোজিনা। এ সময় চিত্রনায়ক ফারুক, আহমেদ শরীফ, মিজু আহমেদ, ইলিয়াস কাঞ্চন, আনোয়ারা, নূতন, অঞ্জনা, মিশা সওদাগর, শাবনাজ, আমিন খান, দিলারা, জায়েদ খান, পপি, পূর্ণিমা, সাইমন, ডন,  মুক্তি অনেকেই উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নায়িকা রোজিনা সহসভাপতি হিসেবে আসন্ন নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা দেন।

শিল্পী সমিতির নির্বাচন: প্রার্থী হচ্ছেন অঞ্জনা-রোজিনাএ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনিয়র সবাই যেহেতু এবার মিশা-জায়েদ প্যানেলকে সমর্থন দিচ্ছে আর তারা চাচ্ছে এবার নির্বাচনে সিনিয়র নায়িকারাও অংশ নিক তাই তাদের সে অনুরোধে নির্বাচনে অংশ নিচ্ছি। সিনিয়রদের চাওয়া শিল্পীরাই যেন শিল্পী সমিতির নেতৃত্ব দেয়।’

অপরদিকে শুক্রবার একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অপর সিনিয়র চিত্রনায়িকা অঞ্জনার প্রার্থী হওয়ার খবর নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি চাই সত্যিকার শিল্পীদের কাছে ক্ষমতা যাক। যারা শিল্পীদের জন্য কাজ করবে।’

শিল্পী সমিতির নির্বাচন: প্রার্থী হচ্ছেন অঞ্জনা-রোজিনাপ্রসঙ্গত, এফডিসিকে করপোরেট ব্যবসায়ীদের হাত থেকে বাঁচাতে অঞ্জনা সুলতানা দীর্ঘদিন থেকেই প্রতিবাদ করে আসছেন। পাশাপাশি প্রকৃত শিল্পীদের হাতে যাতে শিল্পী সমিতির নেতৃত্ব থাকে সে ব্যাপারে বিভিন্ন সময় তাকে সোচ্চার থাকতে দেখা গেছে।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্র পরিবারের অনেক সদস্য মিলে এক হয়েছিলাম। নীতিগতভাবে
আমরা সব শিল্পী এক। সকলে চলচ্চিত্রকে একটি ভালো জায়গায় দেখতে চায়।’

সিনিয়র দুই নায়িকার প্রার্থী হওয়ার খবরে সাধুবাদ জানিয়েছেন কানাডায় অবস্থান করা চিত্রনায়িকা অরুণা বিশ্বাস।

তিনি এই প্রতিবেদকের কাছে বলেন, ‘প্রকৃত এবং সিনিয়র শিল্পীরা নেতৃত্ব দিলে একটা দায়বদ্ধতা থাকবে এই শিল্পের প্রতি। সিনিয়রদের ব্যক্তিত্বের প্রভাব সবার উপর পড়বে। আর জায়েদ খান নিঃসন্দেহে ভদ্র, মার্জিত এবং দয়ালু। ভালো কিছু করার মানসিকতা ওর শুরু থেকেই ছিল। সব মিলিয়ে ভালো কিছু হবে বলে মনে হচ্ছে।’

শিল্পী সমিতির নির্বাচন: প্রার্থী হচ্ছেন অঞ্জনা-রোজিনাএর আগে মিশা-জায়েদ প্যানেলকে নায়ক রাজরাজ্জাক, সোহেল রানা, রুবেল, ডিপজল, মাসুম বাবুল, পূর্ণিমা, বাপ্পারাজ, ইমন। আরমানসহ অনেকেই সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, গঠনতন্ত্র অনুযায়ী দেশে বিশেষ কোনো দুর্যোগপূর্ণ পরিবেশ বিরাজ না করলে মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এই সমিতির। আগামী ২ ফেব্রুয়ারি চলতি কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ওই মাসের শেষ দিকে নতুন কমিটি ঘোষণার আভাস দিয়েছেন সমিতির নেতারা। এরই মধ্যে নতুন কমিটির নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। পরপর দুবার নির্বাচিত সভাপতি শাকিব খান আর নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন আগেই। অন্যদিকে, এবারের নির্বাচনে সভাপতি পদে ওমর সানী আর সাধারণ সম্পাদক পদে ফেরদৌসও লড়াই করবেন।