চলে গেলেন অভিনেত্রী গীতা সেন

নাটক ও সিনেমায় সমানভাবে দক্ষতা দেখিয়েছিলেন অভিনেত্রী গীতা সেন। ছিলেন গীতা সোম, পরিচালক মৃণাল সেনের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন গীতা সেন। গীতা সেন বেশি অভিনয় করেননি ঠিকই, কিন্তু তার অভিনয় ছিল স্বাভাবিকতায় স্বতন্ত্র। ৮৬ বছর বয়সে গীতা সেন গত সোমবার পরলোকে চলে গিয়েছেন।

মাস খানেক আগে মস্তিষ্কে রক্তরণ হয়েছিল। সেই থেকে বাড়িতেই আইসিসিইউ ব্যবস্থাপনায় চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। চরিত্রাভিনেত্রী হিসেবে গীতা সেন নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। উৎপল দত্তের দলে নাটকে অভিনয় করছেন। পরে চলচ্চিত্রে এসেছিলেন। ‘দুধারা’ ছবিতে যখন অভিনয় দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন। ঋত্বিক ঘটকের নাগরিক ছবিতে অসামান্য অভিনয় করেছিলেন। এরপর স্বামী মৃণাল সেনের প্রায় ছবিতেই তাকে দেখা গিয়েছে। অভিনয় করেছেন কলকাতা-৭১, কোরাস, একদিন প্রতিদিন, আকালের সন্ধানে, খন্ডহর, খারিজ, মহাপৃথিবী এবং এবং শ্যাম বেনেগালের ‘আরোহণ’-এ গীতা সেনের  অভিনয় চিরকাল মনে থাকবে।

গীতা প্রসঙ্গে বলতে গেলে মৃণাল সেন প্রায়ই বলতেন ‘এক সোম আমাকে জীবন দিয়েছে, আরেক সোম দিয়েছে প্রতিষ্ঠা’। অর্থাৎ ‘ভুবন সোম’ তাকে যেমন প্রতিষ্ঠা দিয়েছে, তেমনই গীতা সোম (বিয়ের আগের পদবি) তার জীবন।