জামিন পেলেন হুম্মাম কাদের

রায় ফাঁসের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান তার জামিন মঞ্জুর করেন।

রায় ফাঁসের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদেরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে আপিল করে। হাইকোর্ট হুম্মাম কাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

হুম্মাম তার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু তার আগেই ইন্টারনেটে সেই রায় প্রকাশ হয়ে যায়। এই ঘটনায় সালাউদ্দিন কাদেরের স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাকা চৌধুরীর আসাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলার করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।