সানির প্যানেলে সেক্রেটারি ইলিয়াস কোবরা

এফডিসিতে বইছে নির্বাচনী হাওয়া। চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে জমজমাট এখন এফডিসি। মূলত দুটি প্যানেলকে ঘিরেই ছিলো সব আলোচনা।

এর একটি মিশা-জায়েদ এবং অন্যটি ছিলো সানি-ফেরদৌস। অর্থাৎ মিশা সওদাগর আছেন সভাপতি পদে এবং সেক্রেটারি পদে চিত্রনায়ক জায়েদ খান। আর আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও অন্য প্যানেলটিতে সভাপতি ওমর সানির সঙ্গে সেক্রেটারি পদের জন্য ভাবা হচ্ছিলো চিত্রনায়ক ফেরদৌসের নাম।

তবে আজ রোববার (২৯ জানুয়ারি) বিকেলে জানা গেল ভিন্ন খবর। ফেরদৌসের পরিবর্তে সানির প্যানেলে সেক্রেটারি পদে নির্বাচনের জন্য চূড়ান্ত হয়েছেন খল অভিনেতা ইলিয়াস কোবরা।

ইলিয়াস কোবরা বলেন, ‘আজ দুপুর থেকেই চিত্রনায়িকা মৌসুমির বাসায় মিটিং হয়েছে। এখানেই ঠিক হয়েছে প্যানেল। ওমর সানিকে সভাপতি করেই আমরা প্যানেল ঘোষণা করেছি। আমি আছি সাধারন সম্পাদক পদে। আর ফেরদৌস আমাদের সহ সভাপতি কিংবা গুরুত্বপূর্ণ কোনো পদে নির্বাচন করবেন।’

তবে অন্যান্য পদ এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি। এ বিষয়ে অভিনেতা ওমর সানি বললেন, ‘এখনো পূর্ণাঙ্গ প্যানেল ঠিক করা হয়নি। তবে চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এফডিসিতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। আমরা চেষ্টা করছি শক্তিশালী প্যানেল করতে। চটকদারি কথায় নয়, অভিজ্ঞতা ও কাজ করার ক্ষমতা দেখেই শিল্পীরা তাদের যোগ্য কমিটি তৈরি করবেন বলে আমার বিশ্বাস।’

এর আগে ইলিয়াস কোবরা ২০০০ সালে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে ২০০৪ সালে প্রয়াত নায়ক মান্নার বিপরীতে শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেক্রেটারি পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।