অস্ট্রেলিয়া বধের স্বপ্ন দেখছে ভারত

ব্যাঙ্গালুরু টেস্টে জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০৬ /৬। ক্রিজে অপরাজিত আছেন হ্যান্ডসকম (১৯) ও ওয়াডে (০)।  জয়ের জন্য এখনো ৮৮ রান দরকার। হাতে আছে ৪ উইকেট।

অসি উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথু রেনশ ৫ ও ডেভিড ওয়ার্নার ১৭, স্টিভ স্মিথ (২৮) ও শন মার্শ (১৩) রানে ফিরে গেছেন। অশ্বীন ৩৫ রানে ৩, যাদব ২ এবং ইশান্ত শর্মা ১টি করে উইকেট লাভ করেছেন।

এদিকে চতুর্থ দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে আগের দিনের অপরাজিত জুটি রাহানে-পুজারা।দিনের শুরুতে উইকেটে কিছু সময় পার করে শট খেলতে থাকে দুই ভারতীয় ব্যাটম্যান। এরপরই আসে মিচেল স্টার্কের জোরা আঘাত।

অর্ধশতক পূর্ণ করে ৫২ রানে স্টার্কের ফুল লেন্থ বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান অাজিঙ্কা রাহানে। এরফলে ভেঙ্গে যায় পুজারা রাহানের ১১৮ রানের জুটি।এটিই এই সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের সর্বোচ্চ জুটি।

এরপরই মাঠে আসেন নিজের শেষ টেস্টে ট্রিপল সেঞ্চুরী হাকানো করুণ নায়ার। প্লেড অন করে তাকে প্রথম বলেই বোল্ড করে গোল্ডেন ডাক উপহার দেন স্টার্ক । একটু পর আউট হন পুজারা। ৯২ রানে তিনি হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ দেন। নতুন বল অসিদের জন্য আর্শিবাদ হয়ে আসে। খানিকবাদে হ্যাজেউডের নিচু হয়ে আসা একটি বলে বোল্ড হয়ে ফিরে যান অশ্বিন। উমেশ যাদব ও হ্যাজেলউডের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। শেষ উইকেট হিসেবে ইশান্ত শর্মাকে আউট করেন স্টিভ ও’কিফ।

চতুর্থ দিনের প্রথম সেশেন শেষ হওয়ার আগেই তৃতীয় দিনের ২১৩ রানের সঙ্গে ৬১ রান যোগ করে বাকি ৬ উইকেট হারায় ভারতীরা।

ভারতীয়দের পক্ষে দ্বিতীয় ইনিংসে রাহুল (৫১) , পুজারা(৯২) , রাহানে (৫২) রান করেছেন। অসিদের পক্ষে হ্যাজেলউড ৬ টি, স্টার্ক ও স্টিভ ক’কিফ ২ টি করে উইকেট লাভ করেন।