ভারতীয় প্রকৌশলীকে গুলি করে হত্যা মার্কিন নৌসেনার

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের একটি পানশালায় দেশ ছাড়ার হুমকি দিয়ে গুলি করে ভারতীয় এক প্রকৌশলীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অপর এক ভারতীয় যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত যুবকের নাম শ্রীনিবাস কুচিভোতলা (৩২)। তিনি হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। আর আহত যুবকের নাম অলোক মাদাসানি।

স্থানীয় সময় বুধবার রাতে কানসাসের ভারতীয় মালিকানাধীন একটি পানশালায় ঘটনাটি ঘটে। নিহত যুবক কানসাসের গার্মিন ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সাবেক নৌ কর্মকর্তা অ্যাডাম পিউরিনটন (৫১) নামের ওই ব্যক্তির ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে শ্রীনিবাসের। গুরুতর আহত হয়েছেন অলোক। তাদের বাঁচাতে এসে গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দা ল্যান গ্রিলট। আশঙ্কাজনক অবস্থায় অলোক ও গ্রিলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানায়, ঘটনার সময় ওই মার্কিন নৌসেনা মদ্যপ ছিলেন। তিনি ওই সময় পানশালায় বসে বর্ণবাদী আচরণ করছিলেন। একপর্যায়ে পানশালার কর্তৃপক্ষ তাকে মাতলামি বন্ধ করতে বললে তিনি ওই দুই ভারতীয়কে বলেন ‘আমার দেশ ছেড়ে বেরিয়ে যাও’। এরপরই উঠে এসে তিনি ওই দুই ভারতীয়কে গুলি করেন।

এনডিটিভির খবরে বলা হয়, বিদ্বেষপ্রসূতভাবে অভিবাসী ওই প্রকৌশলীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পাঁচ ঘণ্টা পর মিসৌরি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাডামকে। ওই নৌসেনা ইরাকে মার্কিন অভিযানে অংশ নিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কানসাস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।