৫০০ ও ১০০০’র নোটে ফিরছে ভারত !

নতুন বছরের সবথেকে বড় চমক। আবার নাকি ফিরতে চলেছে পুরনো ৫০০ ও ১০০০ তাকার নোট। সরাসরিভাবে বাজারে এই নোটগুলি কার্যকর না হলেও আবার নাকি ব্যাংকে জমা করা যাবে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। একটি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আবার ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার অনুমতি দিতে পারে।

পুরনো নোটগুলি আবার জমা করা সুযোগ হলেও, সীমিতি পরিমাণে এই নোটগুলি জম করা যাবে বলে জানা যাচ্ছে রিপোর্টটি থেকে। হয়তো ২০০০ টাকার বেশি জমা করা যাবে না পুরনো নোট। কালো টাকা ও দুর্নীতি এড়াতেই এই পরিমাণ টাকা জমা করার সিদ্ধান্ত নিচ্ছে আরবিআই।

গত ৩১ ডিসেম্বরই ছিল পুরনো ৫০০ ও ১০০০ এর নোট জমা করার শেষ দিন। কিন্তু অনেকের কাছে এখনও রয়ে গিয়েছে পুরনো নোটও। আগামী ৩১ মার্চ পর্যন্ত  তারা সেই নোট জমা করতে পারবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাংকের কাছে পুরনো নোট জমা না করার বৈধ কারণ দেখাতে হবে তাদের।

২০১৬-র ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশকে থমকে দিয়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করেন। নোট বাতিলের পর সরকার ব্যাংক থেকে প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২৪,০০০ টাকা তোলার অনুমতি দেয়। এটিএম থেকে প্রতি দিন ২৫০০ টাকা পর্যন্ত তোলা যাচ্ছিল। এখনও এটিএমে প্রতি দিনে ১০,০০০ টাকা পর্যন্ত তোলা যাচ্ছে। তবে নোট বাতিল প্রক্রিয়ার ফলে এই বিধি নিষেধ থেকে দেশের মানুষ পুরোপুরি ভাবে কবে মুক্তি পাবে সেই ব্যাপারে সরকার এখনও কিছু জানায়নি।