ডিএমপিতে ৫০ লাখ মানুষের তথ্য

রাজধানীতে বসবাসকারী ৫০ লাখ মানুষের তথ্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে সংরক্ষিত রয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশের মুখপত্র ‘ডিএমপিনিউজ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সাত মাসে প্রায় ১৪ লাখ ৬৫ হাজার ২৪৯টি পরিবারের নিবন্ধন ডাটাবেজে সংরক্ষণ করা হয়েছে। এসব পরিবারের সদস্য সংখ্যা ৫০ লাখের বেশি।

ডিএমপির পক্ষে জানানো হয়েছে, রাজধানীবাসীর তথ্য নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। এ তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হলে নাগরিক নিরাপত্তায় নতুন মাত্রা যোগ হবে। ফলে অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীকে দ্রুত শনাক্ত করা এবং আইনের আওতায় আনা সম্ভব হবে।

নগরবাসীর নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে পুলিশকে সার্বিক সহযোগিতার জন্য ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ পরিচালিত ওই পোর্টালে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার নির্দেশে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সর্বপ্রথম রমনা থানা এলাকায় সফটওয়্যারভিত্তিক এ ডাটাবেজ তৈরি করা হয়। এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।

সংগৃহীত ডাটাবেজে প্রত্যেক ভাড়াটিয়ার জন্য একটি স্বতন্ত্র (ইউনিক) কোড নম্বর থাকছে। নিবন্ধিত কেউ অপরাধ করলে দ্রুত তাকে শনাক্তসহ আইনের আওতায় আনা সম্ভব হবে।