নিষিদ্ধ হলেন মোহাম্মদ ইরফান

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানকে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের ঘটনা তদন্ত করে মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ সিদ্ধান্ত নেয়।

খবরে বলা হয়, গত সোমবার পিসিবি ট্রাইব্যুনালের সামনে হাজির হয়ে ইরফান স্বীকার করেন গত ছয় মাসে বেশ কয়েকবার জুয়াড়িদের কাছ থেকে তিনি স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন। কিন্তু অন্যায় প্রস্তাব পেয়ে ইরফান তা জানাননি কর্তৃপক্ষকে। দুর্নীতি বিরোধী আইনের নিয়ম অনুসারে যা অন্যায়।

তবে সোমবার আত্মপক্ষ সমর্থন করে ইরফানের দাবি, খারাপ উদ্দেশ্যে নয়, সময়ের অভাবে তিনি বোর্ডকে জানাতে পারেননি। কেননা গত সেপ্টেম্বরে তার বাবা মারা যান আর এ বছরের জানুয়ারিতে মারা যান তার মা।

পিএসএলের দ্বিতীয় আসরের শুরুতেই স্পট ফিক্সিং নিয়ে উত্তাল হয়ে ওঠে। পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে জুয়াড়িরা যোগাযোগ করেছে বলে জানতে পারে পিএসএল কর্তৃপক্ষ। তখন সাময়িকভাবে নিষিদ্ধ করে আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে দেয়া হয় শারজিল খান ও খালিদ লতিফকে।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ ইরফানের। পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট খেলেছেন। খেলেছেন ৬০ ওয়ানডে আর ২০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।