আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, উনার নীতি আদর্শের মধ্যে আমার মিল খুঁজে পাই

বিডিসংবাদ প্রতিবেদকঃ   রোটারিয়ান ব্যারিষ্টার জাহানারা ইমাম। গাজীপুর-নরসিংদী সংরক্ষিত ৪ আসনের এমপি প্রার্থী। বাংলার বিখ্যাত ঈশাখাঁর বংশধর তিনি। নিজ এলাকায় একজন জনদরদী মানুষের প্রতিচ্ছবি। এলাকার নানা উন্নয়ন।

ভবিষ্যত পরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে কথা হয়েছে তার সাথে।

কেমন আছেন?

জাহানারা ইমাম : হ্যা, আল্লাহর কৃপায় ভালো  আছি। ধন্যবাদ।

আপনিতো নরসিংদী-গাজীপুর ৪ সংরক্ষিত আসনে  এমপি হতে  চাইছেন?

জাহানারা ইমাম : হ্যা; অবশ্যই হতে চাই। কারণ আমি আমার আত্বস্বার্থের উর্দ্ধে। আমি এলাকার  জনগনের স্বার্থকে স্থান দিয়েছি। আমার কর্তব্যবোধ, ন্যায়বোধ, চিন্তাধারা, সত্যনিষ্ঠাতা, সহানুভূতিতা এবং এলাকার জনগনের ভালোবাসায়  সিক্ত। কারণ তারা  মনে  করেন; এলাকার উন্নয়ন আমাকে দিয়েই সম্ভব। যেহেতু জনগনের আর্শিবাদ আছে, তারা আমাকে চাইছেন।  তাই আমি  ওই এলাকার এমপি হতে চাই তাদের  সুখ ও সমৃদ্ধির জন্যই।

কি মনে করছেন? আমরা কি আপনাকে এমপি হিসেবে পাচ্ছি?

জাহানারা ইমাম : আমি তো আশা করছি, বাকিটা  আল্লাহ ভরসা। আমি মনে করছি; একজন এমপি  হওয়ার জন্য যতটুকু যোগ্যতা থাকা দরকার তা আমার মধ্যে আছে। তাছাড়া জনগনও মনেপ্রাণে আমাকেই  সেখানকার এমপি হিসেবে দেখতে চাচ্ছেন এবং  দোয়া করছেন যেন এমপি হতে পারি।

আপনি এমপি হলে আপনার প্রথম পদক্ষেপ কি  হবে?
জাহানারা ইমাম :  আমি এলাকায় যাবো এবং  সেখানকার সমস্যাগুলো আরো গভীরভাবে দেখবো, বিবেচনা করবো এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবো।

আপনি রাজনীতির সাথে কতবছর ধরে জড়িত?
জাহানারা ইমাম : সেই ছাত্র জীবন থেকেই আমি রাজনীতির সাথে জড়িত এবং এখনো পর্যন্ত আছি। সেসময়ের সিনিয়র নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভাই, মতিয়া আপা, মালেকা আপা,  আয়েশা আপা, ঢলি আপা, নাজমা আপা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও  নানা কর্মকার্ন্ডে জড়িত ছিলাম  এবং তাদের ডাকে সবসময়ই সাড়া দিয়েছি।

আপনিতো দীর্ঘ সময় লন্ডনে ছিলেন। সেখানেও কি  কোন রাজনীতির সাথে জড়িত  ছিলেন?
জাহানারা ইমাম :  হ্যা, আমি উচ্চশিক্ষার জন্য লন্ডনে যাই। সেখানে পড়াশোনার পাশাপাশি ব্রিটিশ রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং বাংলাদেশীসহ সমগ্র এশিয়ান কমিউটির পক্ষে তাদের উন্নত জীবনযাপন ও ন্যর্য অধিকার আদায়ের জন্য কথা বলেছি। লন্ডনে  ‘বাংলাদেশ ওয়েল ফেয়ার’ আওয়ামীলীগ শাখার মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেছি।  ‘লেবার পাটির্’র সদস্যও ছিলাম।

আপনি কার আদর্শের সৈনিক ?
জাহানারা ইমাম : আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। কারণ উনার নীতি আদর্শের মধ্যে আমার মতের মিল খুঁজে পাই। যা  বর্তমান প্রধানমন্ত্রীরও রয়েছে ।  আমার পরিবারেও একই শিক্ষা ছিল; তাই আমি একই  আদর্শে চলতে চাই।

নিজ উদ্যোগে আপনার কর্মকান্ড কি কি?
জাহানারা ইমাম :  আমি সব সময়ই হতদরিদ্র  মানুষের পাশে ছিলাম এবং এখনো আছি। এলাকায় মসজিদ, মাদ্রাসা, পাকাঘর, চিকিৎসা, টিউবয়েল এবং নদগ  টাকা, বিদেশে  কর্মস্থান সহ বিভিন্নভাবে সহায়তা  করেছি এবং এখনো করছি। নিজ গ্রামে আদর্শ উচ্চবিদ্যালয়ে একটি দ্বিতল একাডেমিক ভবন করে দিয়েছি। যেখানে রয়েছে- আধুনিক বিজ্ঞানাগার, লাইব্রেরী, শিক্ষক মিলনায়তন, অফিস কক্ষ, প্রধান শিক্ষকের কক্ষসহ কর্মচারীদের কক্ষ।

আপনিতো একজন রোটারিয়ান। রোটারিয়ান হিসেবে আপনার অর্জন কতটুকু?
জাহানারা ইমাম :  আমি ২০১৩ সালে Rotary International ক্লাব’র  সদস্য আছি। ২০১৭ সালে আমেরিকার Atlant শহরে Rotary International  Gi International  Convention G Rotary Foundation G Major  Donar হিসেবে   প্রশংসিত হয়ে  বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। যেমন- ‘ওয়ার্ল্ড  কমিউনিটির সঙ্গে ‘ওয়ার্ল্ড পলিও’ নিমূল্যের জন্য অবদান রাখি। শুধু তাই নয়; বিশুদ্ধ পানি পয় নিষ্কাশন শিশুদের স্বাস্থ ও শিক্ষা নিয়ে Major Donar হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। তাছাড়া বিভিন্ন  অঞ্চলে খাদ্যবস্ত্র, শিক্ষা, চিকিৎসা এতিম ও দুস্ত শিশুদের  কল্যাণে কাজ করেছি বিশ্ব শান্তির জন্য ।

আপনার শিক্ষা জীবন সম্পর্কে কিছু বলুন?
জাহানারা ইমাম :  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গংপ  ডিগ্রি নেয়ার পর লন্ডনে চলে যাই এবং লন্ডন  ইউনির্ভাসিটি থেকে   পোষ্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করি। পরবর্তীতে Masters in Education এর উপর আরও একটি ডিগ্রি  নেই। এই সময় Community Reserch  করে প্রবাসী বাংলাদেশীদের শিক্ষা ও স্বাস্থ সমস্যার উপর দীর্ঘ Thesis করি। এছাড়াও  Legal Issues  গভীরভাবে জানার জন্য লন্ডন  ইউনির্ভাসিটিতে এল,  এলবি অর্নাস এ ভর্তি হয়ে ভালো রেজাল্টও করি এবং উচ্চতর গ্রেড পেয়ে Lincolns Inn G, Bar-At Law ভর্তি  হই  এবং কৃতিত্বের সাথে Bar-At Law সম্পন্ন করে ঞযব The Honorable  Lincolns Inn-G Life Member হয়ে  যাই।

আপনি এত শিক্ষা নিয়েছেন কেন?
জাহানারা ইমাম : বিলাতে আমার সময়কে আমি ঠিক মতো কাজে লাগিয়েছি। মনমানসিকতার উন্নতির জন্য দরকার  শিক্ষা । জ্ঞানের অসীন ক্ষেত্রের মাধ্যমেই জীবনের পূর্ণতা আসে। আমি সেই পূর্ণতা শিক্ষার মধ্যেই খুঁজে পেয়েছিলাম। তাছাড়া আমার শ্রদ্বেয় শশুরের  মুত্যুর পর আমার বিবাহ জীবনে অনেক বাধা বিপত্তি  ছিলো, সে সময়ে আমার মেধা ও শিক্ষা দিয়ে তা অতিক্রম করেছি। আমি  সেই আমার মেধা এবং শিক্ষা দিয়ে অতিক্রম করেছি। আমি বিশ্বাস করি যে মনে উচ্চ আকাংঙ্খা,  উচ্চ   আদর্শ, সাহস ও প্রতিভা থাকে  এবং  আত্ববিশ্বাস নিয়ে এগুতে পারে সে তার গন্তব্যে যেতে পারে। এ জন্য শিক্ষার কোন বিকল্প নাই ।

আপনার সাংগঠনিক কাজকর্ম নিয়ে কিছু  বলুন?
জাহানারা ইমাম : আমি ‘জাহানারা ইমাম মানব কল্যান সংস্থা’র প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা ‘ব্যারিষ্টার জাহানারা  ইমাম  একাডেমিক  ভবন’, Committee Chair  -Rotary Club of Dhaka Cosmopolitan,   Member-Paul Harris Fellow, Benefactor-  Rotary Foundation, Major Donor-Rotary International|
অবসয় সময়ে আপনি কি করতে  ভালোবাসে?
জাহানারা ইমাম :  আমার বাড়ির ছাদে সুন্দর একটা  বড় বাগান রয়েছে। সেখানে নানা প্রকার ফুল, ফল,  সবজি, মুরগী, কবুতর, ঘুঘু পাখি এসব  রয়েছে । আমি  অবসরে এসব পরিচর্যা করি। পাশাপশি শরীর চর্চাও করি।  তাছাড়া গান, নাচও আমার ভালো লাগে। অবসরে  আমি বই পড়তেও ভালোবাসি।  সোজা কথা প্রকৃতির সাথে মিশতে এবং এর সৌন্দর্য উপভোগ করতে ভালো  লাগে। কারণ এতে মন ও শরীর দুটোই সতেজ থাকে।

বিডিসংবাদ/এএইচএস