যমুনার পাড়ে

কবি- ইমরান রহমান

 

তুমি জানতে,
সময়ের ডাকে ছিন্ন হবে সূর্য
পশ্চিম দিগন্তে
অস্তমিত হবে ধরণীর পরে,
তাই ঐ যমুনার পাড়ে রেখে গেলে চিহ্ন
সময়রে খোদাই করে মর্মরে !!
তারই শাশ্বত মাধুর্য
তারই মর্ম-বাণী --
ওগো প্রিয়, ওগো হৃদয়-রাণী,
ভুলে যেও না, ভুলে যেও না
প্রেম স্বর্গীয়,
তার তরে ভুলে যাও নিজেরে
ভুলে যাও, ভুলে যাও
তুমি মুঘল, তুমি বাদশাহ।
আপনারে ভুলে যাও তার স্মরণে,
মাথার মুকট লুটাও তার চরণে,
তারে তুমি চাও দমে দমে, কদমে কদমে,
যা কোনদিন আসবে না ফিরে
তবু তার মহব্বতে
আহ ! বেঁধে গেলে আফসোস চিরতরে
লুটের দৌলতে!
সে সব অতীত আজ ঘুঙুর হয়ে বাজে,
হেরেম থেকে হেরেমে,
তারই অস্ফুট আওয়াজে
গালিব থেকে ইমরান পর্যন্ত,
চলে গেছে যত বসন্ত
আফসোস ! সে হৃদয় আফসোস,
যে হৃদয় জানল না ভালবাসতে,
জানল না প্রেমের সাথে
কী পান করতে হয়।