সাংবাদিক দীপংকর হত্যায় রাজীব গান্ধীর দায় স্বীকার: পুলিশ

বগুড়ার দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক দীপংকর চক্রবর্তী। ফাইল ছবি
২০০৪ সালে নিহত বগুড়ার দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক দীপংকর চক্রবর্তী হত্যাকাণ্ড সম্পর্কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।

তাকে গুলশানের হলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী বলে দাবি পুলিশের।

সোমবার বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবীবের আদালতে (শেরপুর)  রাজীব গান্ধী জবানবন্দি দেন বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে বলা হয়, জবানবন্দিতে রাজীব গান্ধী বলেছেন, জেএমবি নেতা সিদ্দিকুর রহমান বাংলা ভাই এবং জেএমবি প্রধান আবদুর রহমানের জামাতা আবদুল আউয়ালের নির্দেশে সাংবাদিক দীপংকরকে হত্যা করা হয়।