মেয়র মিরুর গাড়িচালক গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরুর গুলিতে সাংবাদিক নিহতের ঘটনায় তার গাড়িচালক সাহিন আলমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

মঙ্গলবার সকালে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম যুগান্তরকে এই তথ্য জানান।

 

তিনি জানান, গ্রেফতার সাহিন আলম মেয়র হালিমুল হক মিরুর ব্যক্তিগত গাড়িচালক ও নলুয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

 

আজ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।

 

গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মেয়র হালিমুল তার লাইসেন্স করা শটগান থেকে গুড়ি ছুড়লে সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

 

সাংবাদিক আবদুল হাকিম নিহতের ঘটনায় তার স্ত্রীর দায়ের করা মামলায় রোববার রাতে ঢাকা থেকে গ্রেফতার হন মেয়র হালিমুল। এরপর সোমবার তাকে কারাগারে পাঠান সিরাজগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম।

 

এরপরই সোমবার রাতে গ্রেফতার হলেন মেয়র হালিমুল হকের গাড়িচালক।

 

পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে মেয়রের গাড়িচালককে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

 

এ নিয়ে এই ঘটনায় এজাহারভুক্ত চার আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।