তারকাদের উপস্থিতিতে শুরু হল জয় বাংলা কনসার্ট

রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জয় বাংলা কনসার্ট। মঙ্গলবার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ৭ মার্চ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নেটওয়ার্ক ‘ইয়াং বাংলা’।

তারকাদের উপস্থিতিতে শুরু হল জয় বাংলা কনসার্ট
জয় বাংলা কনসার্টে ওপরে বাম থেকে নাট্যাঅভিনেতা আল মামুন, স্বাগতা, চিত্রনায়িকা নূতন, মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, অরুণা বিশ্বাসসহ এক ঝাঁক তারকা উপস্থিত হন। এসময় অভিনেত্রী ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম তাদের সঙ্গ দেন। ছবি: আল মামুন।

বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া এই কনসার্টে গান গাইবে ওয়ারফেজ, শিরোনামহীন, চিরকুট, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, আর্বোভাইরাস, শূন্য ও স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বাংলা ব্যান্ড স্পন্দন। এই কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক ইত্তেফাক।

তারকাদের উপস্থিতিতে শুরু হল জয় বাংলা কনসার্টসবার জন্য উন্মুক্ত কনসার্টটি শুরু হয় জাতীয় সংগীত দিয়ে। বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া এই কনসার্ট রাত ১০টা পর্যন্ত চলবে। নামকরা ব্যান্ডের পরিবেশনার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি তথ্যচিত্রও প্রদর্শিত হবে। কনসার্টে স্বাধীন বাংলা বেতারের কালজয়ী গান পরিবেশন করবে।