পোশাকে একুশ

কে জি মোস্তফা

পাঞ্জাবী ফতুয়া না পরে
একুশের কবিতাপাঠ বড়ই বেমানান
লাস্যময়ী নন্দিতা,
পোশাকে একুশ আমার নয়
আমি এক খড়ের মানুষ
দূর থেকে লিখি
শিমুল ভাষা পলাশ ভাষা জানি না
ছন্দের ভিতর শব্দের ভিতর
এতই অন্ধকার
নিজের বিরুদ্ধে যুদ্ধ করে করে
ফিরে আসি কেবলই।

সমস্ত অক্ষর দিয়ে তৈরী
এক নির্দয় পৃথিবী
যেখান থেকে পাখি-পতঙ্গ-পয়ার
ফিরিয়ে নিয়েছে মুখ
শুধু ফেরায়নি মুখ অমর একুশে
আ মরি বাংলাভাষা!