‘এমপি লাঞ্ছনার ঘটনা সাংবাদিকদের সাজানো’

টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেনকে লাঞ্ছনার ঘটনা সাংবাদিকদের সাজানো বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাতীয় ঈদগাহের গেটের সামনে রোববার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযান পরিদর্শণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

টাঙ্গাইলের একজন এমপি আপনার হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ ব্যাপারে নো কমেন্টস। আর ওই সংসদ সদস্য তো বলে দিয়েছেন, সেখানে এ ধরণের কোনও ঘটনা ঘটেনি।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি পরিবার। এ পরিবারের সদস্যদের শাসন করার অধিকার আমার রয়েছে। কিন্তু কারও গায়ে হাত দেয়ার অধিকার আমার নেই।  আর সেটা (লাঞ্ছিত হওয়ার ঘটনা) এমপি (ছানোয়ার হোসেন) বলেন নি। সেখানে কোনও সাংবাদিক ছিল না। ওটা কোনও আনুষ্ঠানিক সভাও ছিল না। এটাকে সাজিয়ে,গুছিয়ে লেখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি রাতে টাঙ্গাইলের যমুনা রিসোর্টে টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেনকে লাঞ্ছিত করা সংক্রান্ত খবর প্রকাশ হয় গণমাধ্যমে। কিন্তু পরের দিন সকালে গণমাধ্যমের কাছে বিষয়টি অস্বীকার করেন ছানোয়ার হোসেন।