কাল রাত

কবি-ইমরান রহমান
কাল রাত ছিল গানের মত
ফাগুনের হাওয়ায় সুর তুলেছিল হেনা,
তারায় তারায় লেখা তার স্বরলিপি
কান পেতে শুনছিল এই পৃথিবী।
কাল রাত ছিল যেন নদী ,
জোছনার ঢেউয়ে ভেসে রুপোর নাও
ছলনার বাঁকে বাঁকে তুলে ধ্রুপদী
কখন যে হয়েছিল উধাও!

বিডিসংবাদ/এএইচএস