কেন্দ্রীয় ব্যাংকে আগুন নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে: খসরু

বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই আগুন লাগা নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে। অনেকের সন্দেহ আছে, এসময় আগুন লাগার কারণ কী? রিজার্ভের অর্থ যখন চুরি হলো তার দুই মাস পর জনগণ চুরির কথা জানতে পারে। তাও ফিলিপাইনের পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর। এটি তদন্ত করা হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। ফিলিপাইন বলেছে, বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোকজনই রিজার্ভ চুরির সঙ্গে জড়িত। ফেডারেল রিজার্ভ ব্যাংকও একই কথা বলেছে। এ কারণেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব জাতীয়তাবাদী কৃষক দল স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে আমীর খসরু বলেন, এ সফর নিয়েও জনমনে প্রশ্ন আছে। তিস্তা চুক্তি আলোচনার বাইরে চলে গেছে। যে বিষয়ে আলোচনা হচ্ছে তা বাংলাদেশের জনগণের চাহিদা নয়। জনগণের চাহিদা হলো তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা। তাহলে কার চাহিদার জন্য প্রধানমন্ত্রীর ভারত সফর?

তিনি বলেন, প্রত্যেক দেশের প্রতিরক্ষা বাহিনীর স্বকীয়তা থাকে। এটা বিনিময়ের কিছু নেই। গণমাধ্যমে যে চুক্তির কথা বলা হচ্ছে তা হলে সেটি হবে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে।

সংগঠনের সাধারণ সম্পাদক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, কৃষকদলের কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দীন মাষ্টার, এমএ তাহের প্রমুখ।