কবি ও কবিতা

কবি হাসিনা মরিয়ম

কবি চলে তার নীরব পথ দিয়ে
রাত্রির অন্ধকার কিংবা প্রকৃতির হাতছানি
কবিকে ব্যাকুল করে না,
কবি চলে তার স্বপ্নকে সঙ্গী করে,
কবির হৃদয় ব্যাকুল হয়না না পাওয়ার যাতনায়,
কবি চলে তার একাকীত্ব নিয়ে,
কবিকে স্পর্শ করে সুনীল সাগর,
কবিকে স্পর্শ করে হৃদয় ভাঙ্গার ঝড়,
কবিকে ডাকে না ফেলে আসা পথ,
সবার মাঝে থেকেও সবার মাঝে নেই,
কবি বেঁচে থাকে তার কবিতার মাঝে,
কবি বেঁচে থাকে তার নিঃসঙ্গতা নিয়ে,
কবি বেঁচে থাকে মানুষের হৃদয়ে...।।

বিডিসংবাদ/এএইচএস