অনলাইনে নানা পণ্যের সমারোহ নিয়ে শুরু হচ্ছে ‘লাটাই’র যাত্রা

বিডিসংবাদ ডেস্কঃ  সমগ্র বিশ্বে বর্তমানে প্রযুক্তির বিকাশ ঘটেছে, এর সাথে মানুষের জীবন যাত্রার মান হয়েছে আমূল পরিবর্তন। একবিংশ শতাব্দীর এই প্রজন্মে বলা যায় মানুষ এক নতুন প্রযুক্তির জগতে বাস করছে। সব কিছুর সাথে মানুষের জীবন ব্যবস্থা হয়েছে স্মার্ট ও কাজের প্রক্রিয়া চলছে সহজ এবং দ্রুততার সাথে। 

এই পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রা এখন অনেকটাই ইন্টারনেটের জালে আবদ্ধ। বর্তমানে  সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় (যেমনঃ ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রাম ইত্যাদি) মানুষের নেটওয়ার্কিং গড়ে উঠেছে যার ফলে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব মহুর্ত্বেই।  এর ফলপ্রসূতে মানুষের চিন্তা ধারায় চলে এসেছে পরিবর্তন।

ব্যবসায়িক ক্ষেত্রে মানুষ ই-কমার্স বা অনলাইন স্টোরের দিকে ঝুঁকছে। কারণ সিংহভাগ মানুষ তাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস কিনতে আগ্রহী এই মাধ্যমে। যার ফলে সাশ্রয় হচ্ছে মানুষের মূল্যবান সময় ও শ্রম। 

সেই চিন্তা থেকে দেশের এক দল তরুণ উদ্ভাবন করেছে বর্তমানে ফেসবুক ভিত্তিক নিত্যপণ্যের অনলাইন স্টোর কার্যক্রম ‘লাটাই‘।

বাংলদেশে বর্তমানে ৬০ভাগ মানুষ ব্যবহার করে সোশিয়াল এই গণমাধ্যম ফেসবুক। সেই পরিপ্রেক্ষিতে মানুষের চাহিদার ও রুচির দিক খেয়াল রেখে ঘরে বসেই পণ্যে ও সার্ভিস পোঁছে দিতে লাটাই’ এই উদ্যেগ।

এই অনলাইন প্লাটফর্মের উদ্ভাবক তরুণ এই উদ্যোক্তারা হলেন-  ফয়সাল আহমেদ, হৃদয় ইসলাম এবং মীর আশিক

বর্তমানে এই  অনলাইন স্টোর বা শপটির  পরীক্ষামূলক কার্যক্রম চলছে। আগামী ১লা এপ্রিল থেকে অফিসিয়াল যাত্রা শুরু করবে ‘লাটাই’

ভিজিট করুন লাটাই এর ফেসবুক পেজ(ক্লিক করুন) 

বিডিসংবাদ/সামি