‘লীগ’ ব্যবহার করতে পারবে শুধু ৬টি সংগঠন: আ.লীগ

বিডিসংবাদ ডেস্ক: ‘লীগ’ শব্দটি ব্যবহার নিয়ে হার্ডলাইনে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন ও দলীয় শৃঙ্খলা অটুট রাখতে এ অবস্থান নেওয়া হয়েছে। এখন থেকে আওয়ামী লীগের ৬টি অঙ্গ সংগঠন ছাড়া অন্য কোনো সমমনা সংগঠন ‘লীগ’ শব্দটি ব্যবহার করতে পারবে না। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্ধান্ত হয়েছে- যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ ও তাঁতী লীগ ছাড়া আওয়ামী লীগ সমমনা অন্য কোন সংগঠন ‘লীগ’ শব্দটি ব্যবহার করতে পারবে না। যারা এই নির্দেশনা অমান্য করবে-তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের কতিপয় সংসদ সদস্য ও কয়েকজন নেতা নানা বির্তকিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তাদেরকে একাধিকবার সতর্ক করা হলেও তারা বিষয়টি আমলে নেননি। ইতোমধেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কে পার্লামেন্ট মেম্বার, কে ক্ষমতাধর সেটা সরকারের কাছে মুখ্য বিষয় নয়। আর সরকারি কর্মকর্তা, কর্মচারী যারাই দুর্নীতির সঙ্গে জড়িত- এমন প্রমাণ কিংবা অভিযোগ উঠলেই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে ও হচ্ছে।

তিনি বলেন, এটা প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ। এ নির্দেশ যে বাস্তবায়ন হচ্ছে, সেটা এখন দৃ্শ্যমান। আটক করা হয়েছে দুদক (দুর্নীতি দমন কমিশন) কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন সেক্টরের বেশ কয়েকজন কর্মকর্তাকে।এরই মধ্যে অ্যারেস্ট ( গ্রেফতার) হয়েছেন অনেক রাঘব-বোয়াল।

সেতুমন্ত্রী আরো বলেন, কিছু লোকের কারণে শুধু সরকারের ভাবমূর্তিই নষ্ট হয় না-চাপা পড়ে যায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা যারাই ভাঙবে ও ভেঙ্গেছে তাদের বিরুদ্ধে অনেক আগে থেকেই ব্যবস্থা নেয়া হচ্ছে। সেই সঙ্গে অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। এখানে কাউকেই ছাড় দেয়া হবে না- হচ্ছেও না।

আওয়ামী লীগের মুখপাত্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিভিন্ন সংগঠন তাদের সংগঠনের নামের সঙ্গে লীগ শব্দটি যোগ করছে। এই প্রবনতা দিনকে দিন বাড়ছে। এসব সংগঠনের মধ্যে কয়েকটি ছাড়া অন্যগুলোর সর্ম্পকে মূলদল জানে না বললেই চলে। তাদের ব্যানারে বানান ভুল ও অতিকথন নিয়ে মিডিয়াতে নানা সমালোচনা হয়। লীগ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি থাকায় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। সেই সঙ্গে নানা সমালোচনাও হয়।