সাভারে দিনে-দুপুরে এক কোটি ৫৩ লাখ টাকা ছিনতাই

সাভারের হেমায়েতপুরের নাজিমনগর এলাকায় দিনে-দুপুরে এক কোটি ৫৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সাভার থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

জানা গেছে, অবনী ফ্যাশনের কর্মীদের বেতন দেয়ার জন্য এই গ্রুপের আরেক প্রতিষ্ঠান অবনী নীটওয়্যারের কার্যালয় থেকে মঙ্গলবার বেলা ১২টার দিকে চারটি ব্যাগে করে দুই কাটি টাকা নিয়ে গাড়িটি ২০০ গজ দূরে অবনী ফ্যাশনের কার্যালয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুটি মোটর সাইকেল সামনে এসে দাঁড়িয়ে ব্যারিকেড তৈরি করে। এরপর আর একটি মোটর সাইকেল এসে দাঁড়ায়। ছিনতাইকারীরা ক্রিকেট ব্যাট দিয়ে গাড়িটির কাচ ভেঙে ফেলে তারা গাড়িটির ব্যাক ডালায় থাকা দুটি ব্যাগ পেছনের সিটে থাকা আরেকটি ব্যাগ নিয়ে চলে যায়। অবশ্য ব্যাক ডালায় থাকার আরেক ব্যাগ ছিল। ওই ব্যাগে মোট ৪৭ লাখ টাকা ছিল। এই ব্যাগটি ছিনতাইকারীরা নেয়নি।

সাভার থানার ওসি আরো জানান, অবনী কমপ্লেক্সের নির্বাহী পরিচালক নাজমুল ইসলাম তাদের প্রতিষ্ঠানর এক কোটি ৫৩ লাখ টাকা ছিনতাইয়ের কথা নিশ্চিত করেছেন।