মালয়েশিয়ার নিখোঁজ বিমানের অনুসন্ধান স্থগিত

রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানের ধ্বংসাবশেষের খোঁজে গভীর সমুদ্রে অনুসন্ধানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ২০১৪ সালে ২৩৯ জন আরোহী নিয়ে বেইজিং থেকে মালয়েশিয়া যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়।

অনুসন্ধান বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়েছে নিখোঁজ বিমানের আরোহীদের পরিবারবর্গ।

গভীর সমুদ্রে অনুসন্ধানে নিয়োজিত তিন দেশ মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীনের যৌথ বিবৃতিতে মঙ্গলবার বলা হয়, সব ধরণের পদ্ধতি এবং সবচেয়ে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করে অনুসন্ধানে বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি। তিন বছর ধরে ভারতীয় মহাসগারের ১ লক্ষ ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। মঙ্গলবার সর্বশেষ অনুসন্ধান জাহাজ ফেরত গেছে। গত জুলাইয়ে অনুসন্ধানে নিয়োজিত তিন দেশ বলেছিল, নতুন কোনো প্রমাণ পাওয়া না গেলে অনুসন্ধান কর্ম স্থগিত করা হবে।

এমএইচ৩৭০ বিমানটির তিনটি নিশ্চিত ধ্বংসাবশেষ মরিশাস, ফ্রেঞ্চ আইল্যান্ড রিইউনিয়ন এবং তানজানিয়ার একটি দ্বীপের উপকূলে পাওয়া গেছে। এছাড়া আরো ৩০টি ধ্বংসাবশেষ মোজাম্বিক, তানজানিয়া ও দক্ষিণ আফ্রিকার সৈকতে পাওয়া গেছে। তবে বিশেষজ্ঞরা এটি যে ওই নিখোঁজ বিমানেরই সেই বিষয়ে নিশ্চিত নন।

অনুসন্ধান অভিযান স্থগিত ঘোষণা করায় নিখোঁজ আরোহীদের পরিবারবর্গের সংগঠন ভয়েস ৩৭০ এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, আমাদের মতে, বিশেষজ্ঞদের নির্দেশিত নতুন এলাকায় অনুসন্ধান অভিযান পরিচালনা বিমানে জনপরিবহনের নিরাপত্তা নিশ্চিতে একটি অপরিহার্য কর্তব্য।

২০১৪ সালের মার্চে নিখোঁজ হওয়া বোয়িং-৭৭৭ বিমানটিতে ১৪ জাতীয়তার ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। বিমানে সবচেয়ে বেশি ১৫৩ জন ছিলেন চীনা নাগরিক। বিবিসি ও আলজাজিরা।