বার্সা-বায়ার্নের মতই ধারালো ম্যানসিটি : গার্দিওলা

কোচিং ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন বার্সায়। মাত্র ৩ বছরে বার্সাকে এনে দিয়েছেন ১৪ ট্রফি। এরপর বায়ার্নে তিন মৌসুম কাটিয়ে নাম লিখিয়েছেন ম্যানসিটিতে। আর প্রথম মৌসুমেই ম্যানসিটির সাফল্যে মুগ্ধ গার্দিওলা।

ম্যানসিটির সাফল্যে মুগ্ধ হয়ে গার্দিওলা বলেন,‘বার্সা ও বায়ার্নের তুলনায় যথেষ্ট ধারালো বর্তমানে ম্যানসিটি। তাদের মধ্যে ধারাবাহিকতা কম। তবে তারা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে শিরোপা জেতার আর আমি আশাবাদী তাদের নিয়ে।`

বর্তমানে তার দল ম্যানসিটি ইংলিশ প্রিমিয়ার লিগে ২১ ম্যাচের ১৩ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে রয়েছে। দলের সকলের পারফর্মেন্সে মুগ্ধ এ কোচের কণ্ঠে শোনা গেলো দলটির প্রশংসা।

গণমাধ্যমকে জানালেন,‘শুধু আমার একার প্রচেষ্টায় এত দূর আশা কখনোই সম্ভব হত না,যদি না তারা আমার পাশে থাকতো।তারাও তাদের সামর্থ্য দেখিয়ে এখানে এসেছে।পুরো দলটির মিলিত প্রচেষ্টায় তারা উন্ততি করে যাচ্ছে।’

তাছাড়াও সাবেক বার্সা ও বায়ার্নের এ কোচ মনে করেন তার বর্তমান এই দলটি খুব শীঘ্রই আরও সফলতার মুখ দেখবে।