উইকিলিকসে তথ্য ফাঁসকারী ম্যানিংয়ের সাজা কমলো

উইকিলিকসে যুক্তরাষ্ট্রের গোপন নথিপত্র ফাঁসে সাহায্য করার অভিযোগে দণ্ডপ্রাপ্ত মার্কিন সেনা চেলসি ম্যানিংয়ের সাজা কমালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজ কার্যালয় ছেড়ে যাওয়ার ২ দিন আগে সাজা কমানোর কথা জানান তিনি। মঙ্গলবার ম‌্যানিংয়ের সাজা ৩৫ বছর থেকে কমিয়ে সাত বছর করার আদেশে সই করেন ওবামা। খবর বিবিসি।

উইকিলিকসকে মার্কিন গোপন নথি সরবরাহের জন্য চেলসি ম্যানিংকে ২০১৩ সালে ৩৫ বছরের সাজা দেওয়া হয়। তাকে দেয়া দণ্ড অনুসারে ২০৪৫ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ম্যানিংয়ের। কিন্তু বর্তমানে সাজার মেয়াদ কমিয়ে ৭ বছর করায় চলতি বছরে মুক্তি পাবেন তিনি।

২০১০ সালে ইরাকে দায়িত্ব পালনের সময় ম্যানিং সাত লাখের বেশি গোপন নথি, যুদ্ধক্ষেত্রের ভিডিও ও কূটনৈতিক বার্তা উইকিলিকসের কাছে তুলে দেন। এর মধ্যে ২০০৭ সালে সেনাবাহিনীর একটি অ্যাপাচে হেলিকপ্টারের মাধ্যমে বাগদাদে ১২ বেসামরিক নাগরিককে হত্যার ভিডিও ফুটেজও ছিল। আরো ছিল ইরাক ও আফগানিস্তান থেকে ধরে নিয়ে যাওয়া অনেককে গুয়ানতানামো কারাগারে বিনা বিচারে আটকে রাখার তথ্য।

ম্যানিংয়ের কাছ থেকে পাওয়া নথি জুলিয়ান অ্যাস্যাঞ্জ তার ওয়েবসাইট উইকিলিকসে প্রকাশ করলে সারাবিশ্বে তোলপাড় শুরু হয়, অস্বস্তিতে পড়তে হয় ওয়াশিংটনকে। আর সে কারণেই তখন ম্যানিংকে গ্রেফতার করে এই সাজা শোনানো হয়।

তবে ম্যানিংয়ের সাজা কমানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক মার্কিন রাজনীতিবিদ। তাদের মতে, ওবামা বিদায়ের সময় এই কাজ করে আরো একবার প্রমাণ করেছে, তার মাঝে রাষ্ট্র চালনার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। এই ক্ষেত্রে ওবামা প্রশাসনের আরো কঠোর হওয়া উচিত ছিল বলে মত দেন অনেকে। বিবিসি ও সিএনএন।