‘নেইমার-ইনিয়েস্তাকে ছাড়া অসম্পূর্ণ মেসি!’

কোপা দেল রের শেষ আটের ড্র অনুষ্ঠিত হয় শুক্রবার। অনুষ্ঠান শেষে বার্সেলোনার স্পোর্টস ইনস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পেরে গ্রাটাকস কথা বলেন দলটির সার্বিক অবস্থা নিয়ে। উঠে আসে লিওনেল মেসি- প্রসঙ্গও। বার্সার এই কর্তা জানান, নেইমার-ইনিয়েস্তাকে ছাড়া অসম্পূর্ণ মেসি!

স্প্যানিশ মিডিয়াকে পেরে গ্রাটাকস বলেন, ‘নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা, পিকে এবং অন্যান্য সতীর্থদের ছাড়া অসম্পূর্ণ মেসি। এই আর্জেন্টাইন দারুণ খেলোয়াড়। মেসি বার্সেলোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কোপা ডেল রের শেষ আটে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সা। প্রথম লেগে লুইস এনরিকের শিষ্যদের দিতে হবে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদের মাঠে ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত জিততে পারেনি তারা! সম্প্রতি এই মাঠেই লা লিগার ম্যাচে শেষ মুহূর্তে মেসির ফ্রি-কিকে ১-১ গোলে ড্র করেছিল বার্সা।

এদিকে এমন মন্তব্য করে বরখাস্ত হয়েছেন বার্সার এই পরিচালক।

শুক্রবার রাতে কাতালান এই ক্লাবটির স্পোর্টস ইনিস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পদ থেকে তাকে বরখাস্ত করা হয় গ্রাটাকসকে।

উল্লেখ্য, গ্রাটাকসকে স্পোর্টস ইনিস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও তাকে বার্সেলোনায় রাখছে কর্তৃপক্ষ। তাদের লা মেসিয়া প্রকল্পের ‘মাসিয়া ৩৬০’তে কাজ করবেন তিনি।