দেশে ফিরছেন মাহমুদউল্লাহ্‌, সহসাই দলভুক্ত হচ্ছেন না!

সব গুঞ্জনকে সত্য করে শ্রীলঙ্কায় চলমান সব সিরিজ থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ্‌ রিয়াদ। টেস্টের পাশাপাশি ওয়ানডে আর টি-টোয়েন্টিতেও তাকে বিবেচনায় না রাখায় আগামীকাল মঙ্গলবার দেশে ফিরে আসবেন তিনি।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে জানান, দ্বিতীয় টেস্টে পি সারা ওভালে মাঠে নামার আগের দিন (মঙ্গলবার) দেশে ফেরত পাঠানো হচ্ছে তাকে। সুজনের মতে, যেহেতু ম্যাচ পাচ্ছেন না রিয়াদ তাই শ্রীলঙ্কায় রাখার প্রয়োজন মনে করছে না টিম ম্যানেজমেন্ট।

গলে প্রথম টেস্টে একরকম ব্যর্থই হয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। দুই ইনিংসে রান করেছেন ৮, ০। সর্বশেষ ১০ টেস্টে ম্যাচে উল্লেখযোগ্য পারফরম্যান্স বলতে দুটিমাত্র হাফসেঞ্চুরি। সীমিত ওভারের ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করলেও, অনেকদিন ধরেই ওয়ানডেতেও ব্যর্থ সাবেক এই সহঅধিনায়ক।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, মাহমুদুল্লাহর অভিজ্ঞতা শততম টেস্টে খুবই দরকার ছিল। এভাবে তাকে শেষ মুহুর্তে বের করে দেয়ার অর্থ ফিরতে অনেক কাঠখড় পেড়াতে হতে পারে।