আফগানিস্তানকে ৭৬ ‘মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর’ নামের তালিকা দিলো পাকিস্তান

পাকিস্তানে অবস্থিত আফগান দূতাবাসের কর্মীদেরকে জরুরি তলব করে তাদের হাতে ৭৬ জন ‘মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর’ নামের তালিকা তুলে দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এক টুইটে পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর খবরটি নিশ্চিত করেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরে আফগান কর্মকর্তাদের তলব করা হয়। আফগান ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে সেসময় অভিযোগ তোলে পাকিস্তানি কর্তৃপক্ষ। তালিকায় নাম থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আফগান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। আর তা নাহলে বিকল্প হিসেবে তালিকাভুক্ত সন্ত্রাসীদেরকে পাকিস্তানের কাছে হস্তান্তরেরও আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তানে হামলা চালানোর জন্য সন্ত্রাসীরা আফগান ভূখণ্ড ব্যবহার করছে অভিযোগ করে ইসলামাবাদের পররাষ্ট্র দফতরে আফগানিস্তানের এক উর্ধ্বতন কূটনীতিককে তলব করার দুই দিন পর এ পদক্ষেপ নেওয়া হলো। ওই আফগান কূটনীতিকের কাছে পাকিস্তানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছিল।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে পাকিস্তান। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহওয়ান এলাকার লাল শাহবাজ কালান্দার নামের সুফি মাজারে আত্মঘাতী বোমা হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে দেড়শ’ মানুষ। লাল শাহবাজ কালান্দার হলো দেশটির সবচেয়ে সম্মানিত সুফি মাজার। বৃহস্পতিবার ছিল স্থানীয় সুফিদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দিন। মাজারে ব্যাপক লোক সমাগম হওয়ার পর বোমা হামলা ঘটানো হয়।

গত ১৫ ফেব্রুয়ারি দেশটির উত্তরপশ্চিমে উপজাতি অধ্যুষিত এলাকায় প্রশাসনিক সদর দফতরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন অন্তত পাঁচজন। মোহমান্দ এজেন্সির উপজাতীয় অঞ্চলের ঘালানাইয়ে অবস্থিত ওই সদর দফতরের মূল ফটকের সামনে এ বিস্ফোরণ হয়। বুধবার থেকে শুরু হওয়া কার্যদিবসে এমন ঘটনা ঘটে। পাকিস্তানি তালেবানের ভেঙে যাওয়া উপদল জামায়াত-উল-আহরার ওই হামলার দায় স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছিল। আর বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করা হয়েছে আইএস-এর পক্ষ থেকে। দ্য ডন।