ভালো করার প্রত্যয়ে ভারত গেলেন মুশফিকরা

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্রিকেটারদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

দেশ ছাড়ার আগে মুশফিক, মিরাজরা ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন। আজই কলকাতা হয়ে টেস্টের ভেন্যু হায়দরাবাদে যাবেন ক্রিকেটাররা। আজ তাদের কোনো অনুশীলন নেই।

তবে আগামীকাল শুক্রবার ও পরের দিন শনিবার অনুশীলন রয়েছে। এরপর রোববার ভারত ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আর হায়দরাবাদের রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি বিরাট কোহলিদের বিপক্ষে মুশফিকের টেস্ট শুরু হবে।

২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। ইতিমধ্যে এই সফর ঘিরে দেশসেরা পেসার মোস্তাফিজুর রহমনাকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি।

১৫ সদস্যের দল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত ও পেসার রুবেল হোসেন বাদ পড়েছেন।

ঘোষিত স্কোয়াডে ফিরেছেন ব্যাটসম্যান লিটন কুমার দাস ও পেসার শফিউল ইসলাম।

দলের অন্য সদস্যরা হলেন- মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশীষ রয় ও কামরুল ইসলাম রাব্বি।