সার্চ কমিটিতে সম্ভাব্য নাম

বাংলাদেশে সিইসি খুঁজে বের করতে ছয় সদস্যের ‘সার্চ কমিটি’ হচ্ছে। বাংলাদেশে নতুন একটি নির্বাচন কমিশনের সদস্য কারা হবেন তা খুঁজে বের করার জন্য একটি সার্চ কমিটি গঠন করছেন দেশটির রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই কমিটিতে ছয় জন সদস্য রয়েছেন।

নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই কমিটির সম্ভাব্য সদস্যদের নাম জানা যাচ্ছে। সূত্রটি জানাচ্ছে, কমিটির প্রধান হবেন আপিল বিভাগের একজন বিচারপতি।

তার নেতৃত্বে সদস্য হিসেবে থাকবেন হাইকোর্টের এক বিচারপতি (তার নামটি জানা যায়নি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও একমাত্র মহিলা সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরিন আখতার।

তাদের তালিকা সম্বলিত একটি চিঠি মন্ত্রী পরিষদ বিভাগে বুধবারই পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কার্যালয় থেকে। সেখান থেকে এখন এটি গেছে প্রধানমন্ত্রীর দপ্তরে।

প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই মন্ত্রী পরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে বলে বিবিসির কাদির কল্লোলকে জানিয়েছে সূত্রটি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ৮ই ফেব্রুয়ারি।

এই কমিশনকেও ২০১২ সালে একটি ‘সার্চ কমিটির’ মাধ্যমে খুঁজে বের করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

সেই কমিটির প্রধান ছিলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এবারের যে নির্বাচন কমিশনটি হবে, সেটি কিভাবে করা হবে, কোন প্রক্রিয়ায় খুঁজে বের করা হবে ইত্যাদি চূড়ান্ত করার জন্য প্রায় এক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

ওই সংলাপে বিএনপিও যোগ দিয়েছিল। সূত্র : বিবিসি বাংলা