শিক্ষক লাঞ্চনা: জিডি নিষ্পত্তির জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চনার ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) আইন অনুযায়ী নিষ্পত্তির জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবিলম্বে ঐ জিডির নথি ঢাকায় প্রেরণ করতে বলা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেয়।

রবিবার সকালে শিক্ষক লাঞ্চনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের জন্য এই আদেশ দেওয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ডোপুটি আটর্নি মোতাহের হোসেন সাজু ঐ প্রতিবেদন উপস্থাপন করেন। ঐ প্রতিবদনের ওপর যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এম কে রহমান।

বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশে শিক্ষককে কান ধরে উঠ-বস করতে বাধ্য করেন। জনগণের দাবির প্রেক্ষিতে সেলিস ওসমান এই নির্দেশ দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৩ মে শ্যামলকান্তি ভক্তকে কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটে। এতে ঘটনার দিনে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি জিডি করেন এস আই মোখলেসুর রহমান।