‘আওয়ামী লীগ থাকলে নির্ভয়ে কাজ করতে পারবে না ইসি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সরকারের উদ্দেশে বলেছেন, কথায় কথায় তারেক রহমান ও হাওয়া ভবনের সমালোচনা না করে আল্লাহর নাম নিন।  যতবার হাওয়া ভবন আর তারেক রহমানের নাম নেয়া হচ্ছে তার থেকে আল্লাহর নাম নিলে বেহেশত যাওয়ার একটা ব্যবস্থা হতো। নজরুল ইসলাম খান বলেন, সরকার ১০ বছরেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ করতে পারেনি।

রবিবার রাজধানীতে এক আলোচনায় বিএনপি নেতা এ কথা বলেন। তারেক রহমানকে গ্রেপ্তারের স্মরণে এই আলোচনার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল।

নজরুল ইসলাম বলেন, তারেক রহমান যখন বিএনপির বড় পদে ছিলেন না। কিন্তু তখন থেকেই আওয়ামী লীগের নেতা, বুদ্ধিজীবীসহ সবাই তার পেছনে লেগেছিল। কেন তারা পেছনে লেগেছিল শুরুতে অনেকে না বুঝলেও এখন সবকিছু পরিষ্কার। কারণ তারেক রহমানের মধ্যে যে সাংগঠনিক প্রতিভা ছিলো, আগামী দিনের রাষ্ট্রনায়ক হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল। এই কারণে তার পেছনে লেগেছিল তারা।

‘ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যেরও সমালোচনা করেন নজরুল। তিনি বলেন, বর্তমান সরকার মনে করে না যে তারা জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছে। তারা ভারতের সমর্থনে ক্ষমতায় এসেছে। সে কারণে তারা মনে করে অন্যরাও এমন করে ক্ষমতায় আসে।