জগন্নাত হলে নজরুলে শ্যামাসঙ্গীত সন্ধ্যা আজ

নিজস্ব প্রতিবেদক: শ্যামাসঙ্গীত বাংলা সঙ্গীত জগতের একটি জনপ্রিয় ধারা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিভিন্ন ধারার গানের মধ্যে শ্যামাসঙ্গীত অন্যতম। ধারাটি সবার মাঝে তুলে ধরতে বাঁশরী আজ সন্ধ্যায় আয়োজন করেছে নজরুল শ্যামাসঙ্গীত সন্ধ্যা।

বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে আজ সন্ধ্যা ৭টায় এই সঙ্গীত সন্ধ্যা শুরু হবে।

এ ব্যাপারে বাঁশরীর আমন্ত্রণপত্রে জানানো হয়, নজরুলের শ্যামাসঙ্গীত কথা ও সুরের ব্যঞ্জনায় অনবদ্য। অথচ নজরুল সঙ্গীতের এই ধারাটি অবহেলিত ও প্রচারের অভাবে হারিয়ে যাচ্ছে। বাঁশরী নজরুলের সৃষ্টিকর্মকে গণমানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় নজরুলের শ্যামাসঙ্গীতকে পরিচিত ও জনপ্রিয় করার উদ্দেশ্য নিয়ে বাঁশরী দেশের বিভিন্ন স্থানে শ্যামাসঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।

বাঁশরী আয়োজিত এ অনুষ্ঠানে সবার জন্য উন্মুক্ত বলে জানানো হয়েছে।