‘সার্চ কমিটি গঠনে বিএনপি তাদের দলীয় লোকের নাম প্রস্তাব করেছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি সার্চ কমিটি গঠনের জন্য তাদের দলীয় লোকের নাম প্রস্তাব করেছে। বিচারপতি কে এম হাসানের নাম উল্লেখ করে তিনি বলেন, তিনি বিএনপির দলীয় লোক। কারণ তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

কাদের আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বিচারপতি আব্দুল আজিজকে প্রধান নির্বাচন কমিশনার করে বিএনপি দলীয় ইসি গঠন করেছিলেন।

ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অধীন ২০ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসি গঠন নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের জবাবে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ইসি গঠন নিয়ে সরকারের কোন ইচ্ছা নেই। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক। সার্চ কমিটিতে আওয়ামী লীগের কোন সমর্থকের নাম থাকবে না সে ব্যাপারে তারা নিশ্চিত। বিএনপি মনে করে বিএনপির লোক বসালেই সেটা নিরপেক্ষ হয় উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট আওয়ামী লীগ বা বিএনপির লোক দিয়ে ইসি গঠন না করে নিরপেক্ষ লোক দিয়ে তা গঠন করবেন বলে আমরা প্রত্যাশা করি।