বই লিখে ওবামা দম্পতি পাচ্ছেন প্রায় ৫০০ কোটি টাকা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামা নতুন বই লিখছেন। সেই বই রেকর্ড চুক্তিতে প্রকাশের স্বত্ব পেলো পেঙ্গুইন র‌্যানডম হাউজ। সহধর্মিণী ও সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার সঙ্গে হোয়াইট হাউসের স্মৃতিকথা লিখছেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। দুজনের লেখা পৃথক দুটি বই হিসেবে প্রকাশ হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ প্রকাশনা কোম্পানি পেঙ্গুইন র‌্যানডম হাউসের সঙ্গে ওবামা দম্পতির ৬ কোটি ডলারের (৪৮০ কোটি টাকা) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।

প্রেসিডেন্টের স্মৃতিকথার জন্য এটা একটা রেকর্ড অর্থ। পেঙ্গুইন হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বারাক ওবামা এবং মিশেল ওবামার দুটি বই বিশ্বব্যাপী প্রকাশের অধিকার পেয়েছে কোম্পানি। তবে বইয়ের শিরোনাম কী হবে, এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

এদিকে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, বই দুটি প্রকাশের জন্য চুক্তি অনুযায়ি ওবামা দম্পতি পাবেন ৬ কোটি মার্কিন ডলার। যা কোনো মার্কিন প্রেসিডেন্টের স্মৃতিচারণমূলক বইয়ের জন্য অর্থ প্রদানের রেকর্ড। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে তার ‘মাই লাইফ’ নামের স্মৃতিকথার জন্য দেয়া হয়েছিল এক কোটি ৫০ লাখ ডলার। জর্জ ডব্লিউ বুশকে তার ‘ডিসিশন পয়েন্টস’-এর জন্য দেয়া হয়েছিল এক কোটি ডলার।

আলোচিত এই চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন ওয়াশিংটনের আইনজীবী রবার্ট ব্রানেট। এর আগে সাবেক প্রেসিডন্ট জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটনের বই প্রকাশের ব্যাপারে মধ্যস্থতা করেন এই আইনজীবী।

এর আগে ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ এবং ‘অডাসিটি অব হোপ’ নামে দুটি বই লিখেছেন ওবামা। তার এই দুটি বই-ই আন্তর্জাতিক বেস্ট সেলার। এছাড়া ‘আমেরিকান গ্রোন’ নামে খাদ্য ও বাগান করা বিষয়ে একটি বই আছে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার।