বাংলাদেশের ওয়াহিদ অস্কার মনোনীত ছবিতে

হলিউডের অনেক ছবিতেই ভিজ্যুয়াল ইফেক্টসের সঙ্গে জড়িত বাংলাদেশি তরুণ ওয়াহিদ ইবনে রেজা। গত বছরও তিনটি সুপারহিরো সিনেমার ভিজ্যুয়াল ইফেক্টস টিমের সঙ্গে কাজ করেছেন তিনি। ছবিগুলো হলো ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ ও ‘ব্যাটম্যান ভার্সেস সুপার : ডন অব জাস্টিস’। এর মধ্যে প্রথম সিনেমাটির জন্য তার টিম অস্কার মনোনয়ন পেয়েছে।

ওয়াহিদ ফেসবুকে জানান, পুরো টিম মনোনয়ন পেল। খুশির কথা হচ্ছে এখন থেকে বায়োডাটায় লিখতে পারবেন অস্কার নমিনেটেড ফিল্মে কাজ করেছেন! ‘ডক্টর স্ট্রেঞ্জ’ এর পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসে আরো মনোনয়ন পেয়েছ ‘ডিপওয়াটার হরাইজন’, ‘দ্য জঙ্গল বুক’, ‘কুবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস’ এবং  রোগ নেশন : আ স্টার ওয়ারস স্টোরি’। ২৬ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৮৯তম অস্কার ঘোষিত হবে। ওয়াহিদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বর্তমানে কানাডায় বসবাস করছেন। দেশ ছাড়ার আগে নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কাজ করেছেন বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে। হুমায়ূন আহমেদের কয়েকটি নাটকে তাকে দেখা গেছে।

এছাড়া যুক্ত ছিলেন আহসান হাবিব সম্পাদিন ম্যাগাজিন উম্মাদের সঙ্গে। তিনি উচ্চশিক্ষা গ্রহণে কানাডা যান। পরে ইন্টার্নশিপের জন্য যোগ দেন এনবিসি ইউনিভার্সেলে। শর্টফিল্ম নির্মাণ করে পুরস্কারও জেতেন। এরপর নামি কিছু ভিজ্যুয়াল ইফেক্টস স্টুডিওতে যোগ দেন। ২০১৬ সালে ডিসি ও মার্ভেল কমিকস মিলিয়ে ছয়টি সুপারহিরো সিনেমা মুক্তি পায়। এর মধ্যে তিনটির সঙ্গেই যুক্ত ছিলেন ওয়াহিদ।