পাবনায় দুর্বৃত্তের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত

পাবনার আটঘরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে মনির হোসেন (৪০) এবং তোফাজ্জল হোসেন (৩৮) নামে পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

আহতদের গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মনিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করা হয়েছে।

আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ জানান, ঘটনার সময় ওই দুই পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে মোটরসাইকেলে একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম এলাকায় যান। সেখানে একটি সাদা প্রাইভেটকারে থাকা কয়েকজনের গতিবিধি সন্দেহজনক হলে চ্যালেঞ্জ করেন দুই পুলিশ কর্মকর্তা। এসময় প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাইভেটকারে দুর্বৃত্তরা সংখ্যায় চারজন ছিল বলে আমরা জানতে পেরেছি। উদ্ধার হওয়া প্রাইভেটকার থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পরই পুলিশের কয়েকটি টিম দুর্বৃত্তদের গ্রেফতারে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।

পাবনা জেনারেল হাসাপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান প্রিন্স জানান,  গুলিবিব্ধ অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে একজনের থুতনিতে এবং অপরজনের মাথায় গুলি লেগেছে। গুলিবিদ্ধ মনিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমান জানান, আহত দুইজনের মধ্যে এসআই তোফাজ্জল আশঙ্কামুক্ত। তাকে পাবনাতেই চিকিৎসা দেয়া হচ্ছে।