‘দেশ দ্রুত এগিয়ে যাওয়ার লক্ষে কাজ করছি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। সামাজিক নিরাপত্তামূলক কাজ করছি। শিক্ষার ওপর জোর দিয়েছি। আমরা চাই, দেশ যেন আরো দ্রুত এগিয়ে যায় সেই লক্ষে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, ক্ষমতায় এসে বিএনপি মাগুরায় সন্ত্রাস কায়েম করেছিল। পিছিয়ে দিয়েছিল দেশকে। তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে কখনোই দেশের উন্নয়ন হয় না।

এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মাগুরায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে ২৫০ শয্যা হাসপাতাল ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শ্রীপুর ও মোহাম্মদপুরে ফায়ার সার্ভিস, স্থানীয় সরকারি কলেজের একাডেমিক ভবনসহ ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সর্বশেষ ২০০৮ সালে প্রধানমন্ত্রী মাগুরা যান।