পাকিস্তানি সেনা শহীদুল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক এক সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। মুহাম্মদ শহীদুল্লাহ নামে সাবেক ওই বাঙালি ক্যাপ্টেনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই চূড়ান্ত প্রতিবেদন দেয়।

মঙ্গলবার ঢাকার ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদনে বিভিন্ন তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, লুটপাট-অগ্নিসংযোগ ও হত্যার মতো তিন ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হচ্ছে।

এ মামলার আসামি শহীদুল্লাহর বয়স ৭৫ বছর। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার আমিরাবাদ গ্রামে। মুক্তিযুদ্ধের সময় ওই এলাকাতেই তিনি যুদ্ধাপরাধ ঘটান বলে তদন্তকারীরা জানান।