রংপুর আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের নিরঙ্কুশ জয়

রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগের দুই প্যানেল থেকে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ জন নির্বাচিত হয়েছেন। সভাপতি পদসহ তিন পদে জয় পেয়েছেন বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোট প্যানেল। মোট ১৭টি পদে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে শুক্রবার সকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আব্দুর রউফ ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের অ্যাড. আব্দুল কাইয়ুম। তিনি ভোট পেয়েছেন ১৩৯টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রইছ উদ্দিন বাদশা পেয়েছেন ৯৭ ভোট এবং আওয়ামী লীগের অপর অংশের প্রার্থী রফিক হাসনাইন পেয়েছেন ৯৭ ভোট। এছাড়া ২০ দলীয় জোটের এ প্যানেল থেকে সদস্য পদে রোকসানা বিথী ও লতিফুর রহমান ডাবলু নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের প্যানেল থেকে সহ-সভাপতি পদে আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল মালেকসহ ১২ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন, সহ-সম্পাদক পদে রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা, কোষাধ্যাক্ষ পদে নয়নুর রহমান টফি, বার ভবন সম্পাদক পদে জিয়াউল ইসলাম জিয়া, বার লাইব্রেরি সম্পাদক পদে আখতার হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক পদে রুহুল আমিন তালুকদার, সদস্য সাজেদুর রহমান, আরেফিন হক, আয়নুল ইসলাম, মোজাহারুল ইসলাম পাভেল ও প্রশান্ত কুমার।

এছাড়াও আওয়ামী লীগের একটি অংশসহ বিভিন্ন দলের সমর্থক আইনজীবীদের নিয়ে সম্মিলিত আইনজীবী পরিষদের ব্যানারে ধর্ম সম্পাদক পদে রশিদুল হাসান  লাল ও সদস্য পদে ইন্দ্রজিদ নির্বাচিত হয়েছেন।