কমছে না তেলের দাম

জ্বালানি তেলের দাম যে কমছে না তা আবারো ঘোষণা করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে এমন অভিমত ব্যক্ত করে তিনি এমন ঘোষণা দেন। তবে বিশ্ববাজারে পরিস্থিতি দেখে তেলের দাম কমানোর বিষয়টি আবারো বিবেচনায় নেয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট পরিবেশ অ্যাক্টিভিস্ট আল গোর রামপাল বিদ্যুৎকেন্দ্র এবং সুন্দবন প্রসঙ্গে যে প্রশ্ন তুলেছেন, তার জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কড়া সমালোচনা করেছেন।

তিনি বলেন, আল গোর তার জায়গা থেকে প্রশ্ন তুলেছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। এ দেশ আমাদের। আমরা পরিবেশ এবং উন্নয়ন ভালো বুঝি। প্রধানমন্ত্রী সঠিক উত্তরই দিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, যারা আজ কয়লা ব্যবহারে নিরুৎসাহিত করছেন, তারা কয়লা ব্যবহার করেই উন্নয়ন করেছেন। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কথা বললেও, উন্নত বিশ্ব আগামী চল্লিশ বছর কয়লার উপরেই নির্ভর করবে।

শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স শীর্ষক এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।

সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় এক আলোচনায় বাংলাদেশের সুন্দরবনের কাছে বাগেরহাটে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রসঙ্গ উঠে আসে; যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুন্দরবন ও আশপাশের এলাকার পরিবেশ রক্ষা করেই এই কেন্দ্র করা হচ্ছে।