অগ্নিপরীক্ষায় রাষ্ট্রপতি : রিজভী

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সার্চ কমিটি গঠন করাকে রাষ্ট্রপতির জন্য অগ্নিপরীক্ষা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নাগরিক সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগ বড়, নাকি রাষ্ট্র বড়, আওয়ামী লীগের আকাঙ্খার কাছে তিনি পরাজিত হবেন কিনা- সে পরীক্ষা হবে।

রাষ্ট্রপতি গুরুদায়িত্ব পালন না করলে বিএনপি আন্দোলনে নামতে বাধ্য হবে -এমন মন্তব্য করে রিজভী বলেন, সার্চ কমিটিতে আওয়ামী লীগের চেতনার প্রতিফলন হলে বিএনপি তা মানবে না। এই অপচেষ্টা প্রতিরোধের জন্য জনগণকে নিয়ে জোর প্রচেষ্টা করবে।

তিনি বলেন, আশাকরি রাষ্ট্রপতি অভিভাবকের মতো কাজ করবেন। আমরা ভরসা রাখতে চাই। তাই ওনাকে বলবো শুধু আওয়ামী লীগ নয়, সবার কাছ থেকে নাম নিন, যাতে সার্চ কমিটি বিএনপির কাছে প্রত্যাখ্যাত না হয়।