জামিনে মুক্ত রসরাজ

ফেইসবুকে ‘অবমাননাকর’ পোস্ট দেওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার রসরাজ দাশ। ২ মাস ১৯ দিন কারাভোগের পর জামিন পেয়ে আজ কারাগার থেকে ছাড়া পান তিনি। সোমবার আদালত রসরাজকে অন্তবর্তী জামিন দেন। এরপর আজ দুপুর সাড়ে ১২ টার দিকে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। তাকে নিতে কারাগেইটে উপস্থিত ছিলেন তার মামা ইন্দ্রজিৎ দাশ, বড় ভাই দয়াময় দাশ ও ভগ্নিপতি নেপাল চন্দ্র দাশ। এসময় তার আইনজীবিরাও উপস্থিত ছিলেন।

কারাগার থেকে বের হয়ে আসার পর একটি সিএনজি অটোরিকশা যোগে নিজ বাড়ি নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের পথে রওনা হন রসরাজ। সোমবার জেলা ও দায়রা জজ আদালত রসরাজের জামিন মঞ্জুর করেন। তবে এদিন জামিন সংশ্লিষ্ট কাজপত্র কারা কর্তৃপক্ষের কাছে না পৌঁছানোয় ছাড়া পাননি তিনি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদালত থেকে জামিন সংশ্লিষ্ট কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়।

ফেসবুকে ধর্ম অবমাননার ছবি পোস্টের অভিযোগে গত ২৯ অক্টোবর পুলিশ রসরাজকে আটক করে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। এর জের ধরে ৩০ অক্টোবর নাসিরনগরে তান্ডব চালানো হয়। অর্ধশতাধিক ঘরবাড়ি ও ১৫টি মন্দির ভাঙচুর করা হয়। তবে রসরাজের মোবাইল ফোন থেকে কোনো ছবি আপলোড হয়নি বলে তদন্তের পর জানায় পুলিশর ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।