খালেদার উপদেষ্টা সাবিহ উদ্দিন হাসপাতালে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ। গতরাত ১১টার দিকে তিনি গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে ব্রেইনস্ট্রোক করেন। পরে তাৎক্ষনিকভাবে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান নয়া দিগন্তকে জানান, ব্রেইনস্ট্রোক করার কারণে বেগম জিয়ার নির্দেশে মঙ্গলবার রাতেই সাবিহ উদ্দিনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার রক্ত পরীক্ষা এবং সিটি স্ক্যান করানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে আছেন। তার চিকিৎসার দেখভাল করছেন হাসপাতালের চিকিৎসক ফাওয়াজ শুভ এবং আইসিইউ কনসালট্যান্ট মো: ইকবাল।

এদিকে গতরাতেই সাবিহ উদ্দিনকে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, অাবুল খায়ের ভুইয়া, আসাদুজ্জামান রিপন, শামা ওবায়েদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।