দুর্নীতি: স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঘুষ গ্রহণ, শপথ ভঙ্গ ও আত্মসাতের অভিযোগে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট লি জায়ে-ইয়ংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে প্রসিকিউটাররা। দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে ভয়াবহ দুর্নীতির অভিযোগের অংশ এই গ্রেপ্তারি পরোয়ানা।

উল্লেখ্য, রাজনৈতিক দুর্নীতি দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ও ব্যবসায়ী অভিজাত গোষ্ঠীকে ভীষণ বিপদে ফেলেছে। একে একে এ দুর্নীতিতে জড়িত থাকার দায়ে অভিযুক্তদের নাম বেরিয়ে আসছে। আজ সোমবার লি জায়ে-ইয়ংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই দিনে দেশটির ন্যাশনাল পেনশন সার্ভিসের প্রধান মুন হুয়-পিও’র বিরুদ্ধেও শপথ ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ গঠন করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি যখন স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন তখন তিনি পেনশন তহবিলকে চাপ দিয়েছিলেন স্যামসাং সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান বা ব্যক্তিকে অর্থ সহায়তা দিতে। ওই ব্যক্তিরা স্যামসাং ইলেক্ট্রনিক্সে লি জায়ে-ইয়ংয়ের নিয়ন্ত্রণ শক্তিশালী করতে সহায়তা করেছিলেন। ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়। হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসেন। এর ফলে দেশটির এমপিরা প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনে যেতে বাধ্য হন। লি জায়ে-ইয়ংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে স্যামসাং ইলেক্ট্রনিক্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায় নি।